স্তনের আকার বাড়ানোর কথা অস্বীকার করলেন কাইলি!

কয়েকদিন আগে ফুড পয়জনিংয়ের বাহানায় স্ন্যাপচ্যাট থেকে বিরতি নিয়েছিলেন মার্কিন মডেল অভিনেত্রী কাইলি জেনার। কিন্তু তিনি ফিরে এলেন পরিবর্তন নিয়ে। যারা তার ভক্ত অনুসারী, তাদের চোখে ধরা পড়লো সেই পরিবর্তন। সেটি হচ্ছে, তার স্তনের আকার অনেকটা বেড়ে গেছে। তারপরেই ভক্তমহলে গুঞ্জন, তবে কি প্লাস্টিক সার্জারি করে স্তনের আকার বড় করলেন কাইলি!

কিন্তু ব্রেস্ট ইমপ্ল্যান্টস করানোর কথা অস্বীকার করলেন ১৯ বছর বয়সী তারকা। ভক্তদের তিনি জানালেন, স্তনের আকার বাড়ানোর জন্য তিনি কিছুই করেননি। শুধু ব্রেস্ট ইমপ্ল্যান্টসই নয়, স্তনের আকার বড় দেখানোর জন্য নাকি কোনও রকম কসমেটিক উপাদানও ব্যবহার করেননি বলে জানিয়েছেন কাইলি।

সম্প্রতি কাইলি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেছেন। এর পরই তার স্তনের আকার নিয়ে কথা উঠতে শুরু করে টুইটারে। টুইটারে তাকে তার ভক্তরা প্রশ্ন করেন, স্তনের আকার বাড়ানোর জন্য তিনি কী করেছেন? তার উত্তরেই এ কথা বলেন কাইলি।



মন্তব্য চালু নেই