এক মাস আগে বাসা ভাড়া নেন জঙ্গিরা

নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় অভিযানে নিহত জঙ্গিরা এক মাস আগে ওই বাসা ভাড়া নেন বলে জানিয়েছে পুলিশ।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে অভিযান শেষে ঘটনাস্থল থেকে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, এক মাস আগে জঙ্গিরা ওই বাসা ভাড়া নেন। তারা ওষুধের ব্যবসা করেন বলে বাড়ির মালিককে জানান।

আইজিপি জানান, গ্রেপ্তারকৃত এক জঙ্গির দেওয়া তথ্যের ভিত্তিতে আগেই এই জঙ্গিদের অবস্থান জানতে পারে পুলিশ। আজ ভোর থেকে অভিযানের প্রস্তুতি শুরু হলেও মূল অভিযান চলে এক ঘণ্টা। জঙ্গিরা ভেতর থেকে পুলিশ সদস্যদের লক্ষ্য করে গ্রেনেড ও গুলি ছুড়ে।

তিনি জানান, ঘটনাস্থল থেকে একে ২২, পিস্তল ও গ্রেনেড উদ্ধার করা হয়।

শনিবার সকালে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের একটি দল ঢাকা থেকে গিয়ে পাইকপাড়ার বড় কবরস্থানের পাশের তিনতলা ওই ভবনে অভিযান শুরু করে। সকাল ৯টা ৩৫ মিনিটে ‘অপারেশন হিট স্টর্ম ২৭’ শুরু হয়।

এ অভিযানে গুলশান হামলার মূল পরিকল্পনাকারী তামিম আহমেদ চৌধুরীসহ তিনজন নিহত হন।



মন্তব্য চালু নেই