কেমন হয় বি-গ্রেড সিনেমার নায়িকাদের জীবন? (ভিডিওসহ)

মুলধারার সিনেমা নিয়ে দেশে দেশে গড়ে উঠেছে ফিল্ম ইন্ডাস্ট্রি। হলিউড, বলিউড, টালিউড কিংবা আমাদের ঢালিউড-এসবের বাইরেও আছে অন্য এক ফিল্ম ইন্ডাস্ট্রি। এগুলো সেভাবে ইন্ডাস্ট্রির মর্যাদা পায় না কারণ এখানে সস্তা ধরণের উত্তেজক সিনেমা তৈরি হয়। কেমন সেই সিনেমার নায়িকাদের জীবন? চলচ্চিত্রাঙ্গেন এই ইন্ডাস্ট্রিগুলোতে নির্মিত মুভিগুলো বি-গ্রেড কিংবা সি-গ্রেড ফিল্ম হিসেবে পরিচিত। এদের কেউ হতে চেয়েছিলেন মাধুরী, কেউ কাজল আবার কেউ শাহরুখের নায়িকা।

কিন্তু প্রতারণা কিংবা ভুল পথে চালিত হয়ে তাদের সব স্বপ্নের সলিল সমাধি ঘটেছে। দিতে হয়েছে সর্বস্ব। ঠিক কী কী জিনিস ফেস করতে হয় তাদের? এসব নিয়েই বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে তৈরি হয়েছে সিনেমা ‘অ্যায়সি ওয়ালি পিকচার’। আগামী ৩১ আগস্ট ছবিটি মুক্তি পাবে।

ট্রেইলারটি দেখতে এখানে ক্লিক করুন



মন্তব্য চালু নেই