শেষবারের মতো ফরীদিকে দেখা যাবে সিনেমা হলে
বাংলাদেশের কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরীদি। প্রয়াত এ অভিনেতাকে শেষবারের মত দেখা যাবে প্রেক্ষাগৃহে। তার অভিনীত সর্বশেষ ছবি ‘এক জবানের জমিদার, হেরে গেলেন এবার’ দেশব্যাপী ৬০টি সিনেমা হলে মুক্তি পেয়েছে।
ছবিটি পরিচালনা করেছেন দেশের নামকরা নির্মাতা উত্তম আকাশ। ছবিটিতে জমিদারের ভূমিকায় অভিনয় করেছেন বাংলা চলচ্চিত্রে খল চরিত্রে অভিনয় করে খ্যাতির চূড়ায় স্থান পাওয়া প্রয়াত হুমায়ুন ফরীদি।
সিনেমার চরিত্রে তাকে দেখা যাবে তিনি এক জবানের জমিদার। একবার যা বলেন, তা-ই করেন। কিন্তু শেষমেষ তিনি নিজের মেয়ের কাছেই হেরে যান।
ছবিটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আমিন খান, সিলভি, ওমর সানি, কাবিলা, প্রবীর মিত্র, আফজাল শরিফসহ অনেকে।
মন্তব্য চালু নেই