মা স্বীকার করলেন, দুই সন্তান তার হাতেই খুন
রাজধানীর উত্তর বাসাবোয় ছেলেমেয়ে হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মা তানজিন আক্তার। এখন তিনি কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
গত ১৩ আগস্ট রাতে বাসাবোর বউবাজার এলাকার একটি বাড়ির ছাদের বাসা থেকে দুই ভাইবোন মাশরাফি বিন মাহবুব আবরার (৭) ও হুমায়রা বিনতে মাহবুব তাকিয়ার (৬) গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। মাশরাফি খিলগাঁও বাগিচা মাদ্রাসার নূরানি শাখার ছাত্র ও হুমায়রা স্থানীয় দীপ শিখা কিন্ডারগার্টেনের ছাত্রী ছিল। ঘটনার পর থেকেই তাদের মা তানজিন আক্তারকে (৩১) গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনায় দুই শিশুর বাবা মাহবুবুর রহমান সবুজবাগ থানায় স্ত্রী তানজিন আক্তারকে একমাত্র আসামি করে হত্যা মামলা করেন। আদালত তানজিনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন। তানজিনের স্বজনেরা দাবি করেন, তানজিন মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং তাঁর চিকিৎসা চলছিল।
মামলার তদন্তকারী কর্মকর্তা সবুজবাগ থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাজিরুর রহমান বলেন, রিমান্ডের চতুর্থ দিনেই তানজিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
মন্তব্য চালু নেই