ধানের বস্তায় গাঁজার চালান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ধানবাহী একটি ট্রাক থেকে সাড়ে ৩ মণ গাঁজা উদ্ধার করেছে পুলিশ। উপজেলার আলেপের তেপতি এলাকায় বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে এ গাঁজার চালান উদ্ধার করা হয়।
ধানের বস্তায় অভিনব কায়দায় ১৫টি পোটলায় এসব গাঁজা রাখা হয় বলে জানান নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজালুল ইসলাম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানা পুলিশের একটি দল আলেপের তেপতি এলাকায় অবস্থান নেয়। এ সময় কঁচাকাটা ইউনিয়নের সুবলপাড়া থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী ধানবোঝাই মেসার্স আলিফ এন্টারপ্রাইজ নামের ট্রাকটিকে চ্যালেঞ্জ করা হয়। পরে পুলিশ ট্রাকটি নাগেশ্বরী থানায় নিয়ে এসে ধানের বস্তা খুলে অভিনব কায়দায় বস্তায় রাখা ১৫০ কেজি (৩ মণ ৩০ কেজি) গাঁজা উদ্ধার করে।
গাঁজা উদ্ধারের সময় নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হায়াত মো. রহমতুল্লাহ, ওসি (তদন্ত) মাসুমুর রহমানসহ নাগেশ্বরীর গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নাগেশ্বরী থানার ওসি আফজালুল ইসলাম জানান, উদ্ধার করা গাঁজার মূল্য প্রায় ১৫ লাখ টাকা। গাঁজা বিক্রেতাদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা হবে।
মন্তব্য চালু নেই