জাজিরায় পদ্মা নদীর ভয়াবহ ভাঙন
রাজিব হোসেন রাজন, শরীয়তপুর : শরীয়তপুরের জাজিরা উপজেলার কুণ্ডেরচর ইউনিয়নের কলমীরচর খেজুরতলা এলাকায় আবার পদ্মা নদীর ভয়াবহ ভাঙন শুরু হয়েছে । বুধবার নিখোঁজ আটজনের মধ্যে ছয়জনকে উদ্ধার করা হয়েছে। বাকি দুজনের খোঁজ মেলেনি।
নিখোঁজরা হলেন- ঈশ্বরকাঠি গ্রামের মোসলেম ফকির (৭১) ও কলমীরচর খেজুরতলা গ্রামের আ. রশিদ সিকদার (৬৮)। তারা দুজন কৃষক।
স্থানীয়রা জানায়, উপজেলার কলমিরচর খেজুরতলা ও ঈশ্বরকাঠি গ্রামে নদী ভেঙে যায় দেখে নিজেদের ঘর সরাতে গিয়ে আটজন পদ্মা নদীর স্রোতে নিখোঁজ হন। গ্রামের লোকজন ছয়জনকে উদ্ধার করতে সক্ষম হয়। কিন্তু এখনো দুজন নিখোঁজ। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
গত এক মাস ধরে কুণ্ডেরচরের কলমিরচর এলাকার কয়েকটি গ্রামে প্রবল ভাঙন শুরু হয়েছে। সপ্তাহখানেক বিরতির পর মঙ্গলবার রাত ৮টার দিকে হঠাৎ আবার ভাঙন শুরু হয়।
মন্তব্য চালু নেই