মাদারীপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা
মাদারীপুর প্রতিনিধি॥ মাদারীপুরে আজ বৃস্পতিবার জেলা শাখার বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের আয়োজনে শ্রী শ্রী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর শোভাযাত্রাটি শ্রীশ্রী কালী মন্দির থেকে শুরু হয়ে শহরের প্রধানপ্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে কালী মন্দির প্রাঙ্গনে এক আলোচনা সভার অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।
আলোচনা সভার বিশেষ অতিথি হিসেবে থাকবেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম, জেলা প্রশাসক মো: কামাল উদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, মাদারীপুরের পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, কালী মন্দিরের সভাপতি এ্যাড. জগদীশ চন্দ্র চক্রবর্ত্তী, জেলা শাখার বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সাবেক সভাপতি এ্যাড. যোগেশ চন্দ্র ভৌমিক, জেলা পরিষদের প্রশাসক মো: মিয়াজউদ্দিন খান, জেলা আওয়ামীলীগের সভাপতি মো: সাহাবুদ্দিন আহমেদ মোল্ল্যা, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড. সু্িজত চ্যার্টাজী বাপ্পী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ আবুল বাশার, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজল কৃষ্ণ দে ও মাদারীপুর পৌরসভার সাবেক মেয়র খলিলুর রহমান খান। সভাটির সভাপত্বিত করবেন জেলা শাখার বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের আহবায়ক প্রভাষক প্রানতোষ মন্ডল।
এর আগে কালী মন্দিরে দেশ ও জাতির মঙ্গল কামনায় গীতাযজ্ঞ ও প্রার্থনা অনুষ্ঠিত হয়, পরে সাংস্কৃতিক অনুষ্ঠিত এবং শ্রীকৃষ্ণের মহাতিযেক ও পূজা অনুষ্টিত হবে।
মন্তব্য চালু নেই