পেটে ব্যাথা হচ্ছে? সাবধানে থাকুন, হতে পারে মারাত্মক প্যানক্রিয়াটাইটিস
প্যানক্রিয়াটাইটিস হলো প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয়ের প্রদাহ। একটি দেখেতে অনেকটা আমপাতার মতো। লম্বালম্বিভাবে ওপরের পেটে এর অবস্থান। অগ্ন্যাশয় ইনসুলিনসহ বিভিন্ন ধরনের হরমোন ও এনজাইম তৈরি করে, যা কার্বোহাইড্রেট, চর্বি ও প্রোটিনজাতীয় খাবার ডাইজেস্ট (হজম) করতে সাহায্য করে। এটাতে প্রদাহ ছাড়া পাথর, সিস্ট ,টিউমার,অ্যাবসেস ইত্যাদি রোগ দেখা যায়। প্যানক্রিয়াস (এর টিউমার বা প্রদাহ) এমনই একটি অঙ্গ যার প্রদাহ নি:সৃত হরমোন বা এনজাইম আশাপাশের সবকিছুকে ধ্বংস করে দেয়। তা ছাড়া এর অবস্থানগত কারণেও প্যানক্রিয়াসকে সহজে সার্জনরা আপারেশন করতে চান না।
কেন প্যানক্রিয়াটাইটিস হয়?
১. পিত্তে পাথর/পিত্তনালিতে পাথর,
২. ব্যাকটেরিয়া বা ভাইরাসজনিত কারণ,
৩. আঘাতজনিত কারণ,
৪.টেটে অপারেশনজনিত কারণ,
৫.অ্যালকোহল পান ইত্যাদি।
লক্ষণ :
১.প্রচন্ড টেটে ব্যথা হয় সাধারণত তৈলাক্ত খাওয়ার পর,
২. রোগী বসে কুলকুচি করে,
৩. বমি ভাব বা বমি হতে পারে,
৪. পেট তুলনামূলকভাবে নরম থাকে।
ইনভেস্টিগেশন:
১, পেটের এক্সরে,
২. পেটের আলট্টাসনোগ্রাফি
৩. রক্তের এমাইলেজ
যা কয়েকগুণ বেড়ে যায়। চিকিৎসা ১ রোগীকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করতে হবে ২.মুখে খাওয়া-দাওয়া বন্ধ রেখে স্যালাইন দিতে হবে ৩. বিভিন্ন সেইসঙ্গে ব্যথানাশক ওষুধ এবং গ্যাসট্রিকের ওষুধ ইত্যাদি দিতে হবে, ৪. জটিলতা সৃষ্টি হলে অপারেশনও লাগতে পারে। সিঠকভভাবে ও সময়মতো চিকিৎসা না হলে বিভিন্ ধরনের জটিলতা দেখা দিতে পারে। কী কী জটিলতা দেখা দিতে পারে :১. সিউডো-প্যানক্রিয়াটিক সিস্ট,২. প্যানক্রিয়াটিক অ্যাসসেস,৩. বিভিন্ন ধরনের অরগান ফেইলিওর হয়ে রোগী মার যেতে পারে।
মন্তব্য চালু নেই