খুব ভালো চুমু দিতে পারি : আলিয়া ভাট
কথাবার্তায় বরাবরই খোলামেলা বলিউড ডিভা আলিয়া ভাট। ইতিপূর্বে একাধিকবার তিনি জানিয়েছেন, চুম্বন দৃশ্যে অভিনয় করতে তার কোনো সমস্যা নেই। এবার আরও এক ধাপ এগিয়ে তিনি বলেছেন, ‘আমি খুব ভালো চুমু দিতে পারি।’
এ অভিনেত্রী জানিয়েছেন, সিনেমার চাহিদা অনুযায়ী চুম্বন দৃশ্যে অভিনয় করতে তার কোনো সমস্যা নেই। একই সঙ্গে তিনি বলেছেন, ‘আমি খুব ভালো কিসার।’
আলিয়া আরো বলেছেন, ‘আমার মনে হয়, আমি খুব ভালো কিসার। আমার চুমু নিয়ে এখন পর্যন্ত কেও কোনো আপত্তি করেননি। আর তা কেউ করলে আমি তা জানিয়ে দিব।’ এমন সংবাদই প্রকাশ করেছেন ভারতীয় এক সংবাদমাধ্যম।
আলিয়া তার পরবর্তী সিনেমা শানদার নিয়ে দারুন ব্যস্ত সময় পার করছেন। এই সিনেমাতেও আগের মতোই প্রশংসা আদায় করে নিবেন বলে মনে করেন এ অভিনেত্রী।
মন্তব্য চালু নেই