বাবা হারালেন আরাফাত সানী
জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানীর বাবা আব্দুর রহিম শনিবার দিবাগত রাতে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।
দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিসজনিত জটিলতায় ভুগছিলেন। শনিবার দিবাগত রাতে সুগার কমে যাওয়ায় এবং গ্যাস্ট্রিকজনিত সমস্যায় শরীরের অবস্থার অবনতি হয়।
রাত দেড়টায় হাসপাতালে নেওয়ার পথে আব্দুর রহিম শেষনিশ্বাস ত্যাগ করেন বলে পরিবার থেকে জানানো হয়েছে।
স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন আব্দুর রহিম।
মন্তব্য চালু নেই