হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন রণবীর

অমিতাভ বচ্চন থেকে দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া থেকে ইরফান খান পর্যন্ত হলিউডের ছবিতে অভিনয়ের সুযোগ লুফে নিয়েছেন। আর ঋষি কাপুর-নিতু সিং দম্পতির এই পুত্র কি না হলিউডের অফার ফিরিয়ে দিয়েছিলেন! অবিশ্বাস্য মনে হলেও কথাটি সত্য!

বলিউডের হালের জনপ্রিয় এই অভিনেতা সম্প্রতি টাইমস অব ইন্ডিয়াতে দেয়া এক সাক্ষাৎকারে একথা অকপটে স্বীকার করেন।

সাক্ষাৎকারে রণবীর বলেন, ‘দু’বছর আগে জনপ্রিয় আমেরিকান সিক্যুয়েল স্টার ওয়ার্সের সেকেন্ড লিডের জন্য অডিশন দেওয়ার ডাক পেয়েছিলাম। কিন্তু আমার পছন্দ হয়নি।’

তিনি আরও বলেন, ‘তাছাড়া স্টার ওয়ার্স থেকে কোনও ইন্টারেস্টও পাইনি। তার চেয়ে অনেক বেশি উৎসাহিত ছিলাম অয়ন মুখার্জির ছবি নিয়ে। আমার মতে জেজে আব্রামস বা জর্জ লুকাসের চেয়ে অয়ন কোনও অংশে কম নয়। তাই আমার মনে হয়েছিল, লেটস মেক আওয়ার অন স্টার ওয়ার্স।’

ইতোমধ্যে ১২টি সিক্যুয়েল তৈরি হয়েছে অ্যাকশনধর্মী ‘স্টার ওয়ার্স’ ছবিটি নিয়ে। বেশ জনপ্রিয়তাও লাভ করেছে সিক্যুয়েলগুলো। হয়েছে কার্টুন ফিল্মও। এসব সুপার ডুপার হিট ছবির অফারের অংশীদার না হয়ে বরং হাসিমুখে ফিরিয়ে দিয়েছিলেন বি-টাউনের এই চকোলেট বয়।



মন্তব্য চালু নেই