সমকামীতার জটিল মনস্তত্ব নিয়ে আসছে ‘স্পর্শ’

বাংলা ছবির ক্ষেত্রে অভিনব উপস্থাপনা নিয়ে হাজির হচ্ছে নতুন এক চলচ্চিত্র। সম্পর্কের মাসি-বোনঝির সম্পর্কের জটিল মনস্তত্বে উঠে আসছে এই ছবির কাহিনীতে। ছবির মুখ্য চরিত্র ললিতা চ্যাটার্জী।

‘স্পর্শ, দ্য টাচ’ ছবির মূলবিষয় মাসি-বোনঝির সমকামিতা। আর এই ছবির মাসির চরিত্রে অভিনয় করছেন ছয়ের দশকের বিখ্যাত অভিনেত্রী ললিতা চ্যাটার্জি।

ললিতা সেই সময়েই তার সময়ের থেকে এগিয়ে ছিলেন। তার পোশাক-আশাক, চরিত্র নির্বাচন সবই ছিল ছয়ের দশকের তুলনায় অনেক প্রোগ্রেসিভ। তাই সেইসময়ের মূলধারার ছবিতে নায়িকা হিসাবে ততটা সফল হতে পারেননি। কিন্তু বয়সের এই সীমায় দাঁড়িয়ে তিনি এমন এক চরিত্র বেছে নিলেন যাতে তার মনের সাহসী গঠন বোঝা যায়।

অল্পবয়সী ললিতা চ্যাটার্জির ভূমিকায় অভিনয় করছেন মানালি দে। এই ছবিতে ডাবল রোলে দেখা যাবে মাফিনকেও। এমন একটা বিষয় বেছে নেওয়ার কারণ জানিয়েছেন পরিচালক নিজেই।

বিষয়ের অভিনবত্ব থাকলেও এই ধরনের ছবি টলিউডের নতুন বিজনেস মডিউলে হলে কত দর্শক আনতে পারবে তা নিয়ে যদিও প্রশ্ন থেকেই যায়।



মন্তব্য চালু নেই