অবসরের ঘোষণা দিলেন ইসিনবায়েভা

ডোপ কেলেঙ্কারীতে রাশিয়ান অ্যাথলেটদের আন্তর্জাতিক অ্যাথলেটিক ফেডারেশন কর্তৃক রিও অলিম্পিকে অংশগ্রহণের নিষেধাজ্ঞার কারণে নিজের বিদায়টা সুখকর করতে পারলেন না দুইবারের অলিম্পিক পোল ভল্ট চ্যাম্পিয়ন ৩৪ বছর বয়সী ইয়েলিনা ইসিনবায়েভা। সেই দুঃখ নিয়েই শুক্রবার আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় জানিয়েছেন এই রুশ তারকা।

অবসরের ঘোষনা দিতে গিয়ে ইসিনবায়েভা বলেন, `আজ থেকে আমি আমার ক্যারিয়ার শেষ করতে যাচ্ছি। আমার মনে হয়েছিল এ কারণে আমি দারুণ কষ্ট পাবো। কিন্তু আন্তর্জাতিক কমিশনে নির্বাচিত হওয়াটা আমাকে নতুনভাবে অনুপ্রাণীত করেছে। ক্রীড়াঙ্গনকে আমি বিদায় জানাচ্ছি না, শুধুমাত্র আমার ইভেন্ট থেকে সড়ে যাচ্ছি। কিন্তু আমি খুশি এজন্য যে নিজের স্বপ্ন পূরণ করতে পেরেছি।`

ইসিনবায়েভা আরও বলেন, গত ছয় মাসে তাকে পাঁচটি ডোপ পরীক্ষা দিতে হয়েছে যার সবগুলোই বিদেশী পরীক্ষক দ্বারা পরিচালিত হয়েছে। কিন্তু সবগুলো পরীক্ষার ফলাফলই নেতিবাচক এসেছে। তিনি বলেন, আমি পরিস্থিতির শিকার। আমি প্রমাণ করেছি রাশিয়ান ক্রীড়াঙ্গন পুরোটাই কলঙ্কিত নয়। সবাইকে এভাবে নিষেধ করাটা সত্যিই তাদের বোকামি হয়েছে।

উল্লেখ্য, অবসরের ঘোষণার একদিন আগেই আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অ্যাথলেট কমিশনের সদস্য নির্বাচিত হয়েছেন ইসিনবায়েভা।



মন্তব্য চালু নেই