এবার বলিউডের নায়ক হচ্ছেন নিরব

উপমহাদেশের চলচ্চিত্রপ্রেমীদের কাছে বলিউডের কদর নতুন করে বলার কিছু নেই। দিনে দিনে বিশ্বব্যাপী সুনাম ছড়িয়েছে ভারতীয় জাতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির। তাই আজকাল বিশ্বের নানা দেশ থেকে তারকারা পাড়ি জমাচ্ছেন বি-টাউনে।

সে তালিকায় নাম লেখাতে যাচ্ছেন বাংলাদেশি চিত্রনায়ক নিরব। সম্প্রতি তিনি বলিউডের একটি ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন বলে চুক্তিবদ্ধ হয়েছেন। ছবির নাম ‘বালা’ যার বাংলা অর্থ ‘বিপদ’। ছবিটি পরিচালনা করছেন বলিউডের স্বনামধন্য পরিচালক ফয়সাল সাইফ। আর নিরবের বিপরীতে দেখা যাবে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কবিতা রাধেশ্যামকে। কবিতা কন্নড়ও বলিউডে ‘সেক্সিয়েস্ট’ তারকা হিসেবে বেশ পরিচিত।

সম্প্রতি এই ছবির আনুষ্ঠানিকতা সেড়ে দেশে ফিরেছেন নিরব। তিনি বললেন, ‘গেল সোমবার (১৫ আগস্ট) ভারতের ব্যাঙ্গালুরে ‘বালা’ ছবিতে অভিনয়ের জন্য চুক্তিপত্রে স্বাক্ষর করেছি। চমৎকার একটি গল্প নিয়ে নির্মিত হবে ছবিটি। অনেক প্রত্যাশা রয়েছে।’

নিরব আরো বলেন, ‘বর্তমান বিশ্ব চলচ্চিত্রে বলিউডের অবস্থান বেশ শক্ত। ওদের বাজারটাও বেশ বড়। সব অভিনেতাই স্বপ্ন দেখে এমন বিশ্বমানের ইন্ডাস্ট্রি ও বাজারে নিজের ছবি হোক। সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে আমার। এ সত্যি দারুণ এক প্রাপ্তি ক্যারিয়ারের। পরিচালক ফয়সাল সাইফের কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। সবাই আমার জন্য শুভকামনা রাখবেন। আমি যেন বাংলাদেশের চলচ্চিত্র ও সংস্কৃতিকে হৃদয়ে ধারণ করে অনেক দূর পৌঁছাতে পারি।’

‘বালা’ ছবি ও বাংলাদেশি অভিনেতা নিরব প্রসঙ্গে পরিচালক ফয়সাল সাইফ ফেসবুকে জানালেন, ‘বাংলাদেশ ভারতীয়দের কাছে বরাবরই আবেগ এবং ভালোবাসার বন্ধু রাষ্ট্র। ভাষায় পার্থক্য থাকলেও আমাদের সংস্কৃতি ও আচরণে খুব বেশি পার্থক্য নেই। তাই আমাদের দুই দেশের মানুষদের সম্পর্কও বেশ মধুর। আমার অনেক বাংলাদেশি বন্ধু আছেন। তাদের সাথে প্রায়ই যোগাযোগ হয়। তারই সূত্র ধরে নিরবের সঙ্গে জানাশোনা। এবার তাকে নিয়ে ছবি করতে যাচ্ছি। আশা করছি ভালো কিছুই হবে। কবিতাও এখানে (বলিউড) বেশ পরিচিত।’

এদিকে নিরব জানালেন, কোরবানি ঈদের পরপর সেপ্টেম্বরের শেষ দিকে শুরু হবে ‘বালা’র শুটিং। ভারতের মুম্বাই, দিল্লি ও ব্যাঙ্গালুরে এর দৃশ্যধারণ হবে।



মন্তব্য চালু নেই