বাপ কা বেটা শাহরুখের ছোট ছেলে

মনোমুগ্ধকর হাস্যরসে চারপাশের সবাইকে মাতিয়ে রাখার জন্য বিশেষ সুনাম রয়েছে বলিউড কিং শাহরুখ খানের। তবে এবার সে তালিকায় বোধহয় যুক্ত হতে যাচ্ছে আরো একটি নাম। সে আর কেউ নয়, কিং খানেরই ছোট যুবরাজ আবরাম খান।

টুকটাক দুষ্টামি আর বাবার সাথে খুনসুটি করে সংবাদ হয়ে এরই মধ্যে সোশ্যাল মিডিয়ার সেলিব্রেটি তিনি। তাকে নিয়ে আলোচনা হয়, আড্ডা হয়। নানা সময় ভাইরাল হয়েছে এই ক্ষুদে রাজপুত্রের বিভিন্ন ভিডিও।

তবে সম্প্রতি গণমাধ্যমকর্মীদের করা এক প্রশ্নের চমকপ্রদ উত্তর দিয়ে আবারো খবরের শিরোনাম হলেন আবরাম। এক অনুষ্ঠানে আবরামকে জিজ্ঞেস করা হয়েছিলো তার মায়াবী সৌন্দর্য আর চাঞ্চল্যের রহস্য কি? উত্তরে সামান্য হেসে আবরাম ইংরেজিতে বলেন, ‘আই এম বর্ন দিস ওয়ে’! বুঝুন অবস্থা। এইটুকুন ছেলে কিনা বলে সুন্দর হওয়ার জন্যই সে জন্মেছে!

আবরামের উত্তর শুনে উপস্থিত সবাই হাসিতে ফেটে পড়েন। সেইসঙ্গে বলতে ভুললেন না বাপ কা বেটা খান সাহেবের ছোট পুত্র।



মন্তব্য চালু নেই