রাবিতে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকের ভিত্তিপ্রস্তর স্থাপন
ইয়াজিম ইসলাম পলাশ, রাবি প্রতিনিধি: শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। প্রায় ৬১ লাখ টাকা ব্যয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের উত্তর-পশ্চিম পাশে এই স্মৃতিফলক নির্মাণ করার পরিকল্পনা করা হয়েছে।
বুধবার দুপুরে এক অনুষ্ঠানে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাবি উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন। এসময় সেখানে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক নির্মাণ কমিটির সদস্যবৃন্দ, প্রক্টর প্রফেসর মো. মজিবুল হক আজাদ খান, জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক মো. মশিহুর রহমান, কলেজ পরিদর্শক প্রফেসর বিধান চন্দ্র দাস, প্রধান প্রকৌশলী সিরাজুম মুনির, প্রধান চিকিৎসক ডা. মো. তবিবুর রহমান শেখ, হিসাব পরিচালক আশরাফ-উল-হুদা প্রমুখ উপস্থিত ছিলেন।
স্মৃতিফলক নির্মাণ কমিটির অন্যতম সদস্য প্রফেসর মো. তারিকুল হাসান ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানটির সঞ্চালনায় ঘোষণা দেয়া হয়, এর নির্মাণ কাজ আগামী শহীদ বুদ্ধিজীবী দিবসের আগেই সম্পন্ন করা হবে।
মন্তব্য চালু নেই