মাগুরায় গাছ চাপায় দুই ব্যক্তি নিহত
মাগুরা প্রতিনিধি :মাগুরায় বুধবার সকালে ভারি বৃষ্টিপাতের সময় গাছ চাপা পড়ে দুই ব্যক্তি নিহত হয়েছে। নিহতরা হচ্ছে মাগুরা সদরের বেড় আকছি গ্রাামের খবির হোসেন মোল্যা (৩৬)। অন্যজন হচ্ছেন শালিখা উপজেলার বাহির মল্লিক গ্রামের স্বপন বিশ্বাস (৫৫)।
নিহত খবিরের চাচাতো ভাই মিরাজ জানান, বুধবার সকালে বৃষ্টিপাতের সময় বাড়ির পার্শবর্তী গোরস্থানের একটি গাছ হেলে পড়লে এটি কাটতে যান খবির হোসেন। এ সময় গাছের একটি ডাল তার ওপর ভেঙ্গে পড়লে তিনি গুরুত্বর আহত হন। তাকে দ্রুত মাগুরা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে শালিখা উপজেলার বাহির মল্লিক গ্রামের স্বপনের ভাতিজা বিশ্বজিৎ বিশ্বাস জানান, ভারি বর্ষণে বসত বাড়ির মাটির ঘরের ওপর থাকা একটি মোটা গাছ ভেঙ্গে পড়লে এটি চাপা পড়ে ঘটনাস্থলেই স্বপন বিশ্বাস নিহত হন। নিহত খবির হোসেন বেড় আকছি গ্রামের রুস্তম মোল্যার ছেলে ও স্বপন বিশ্বাস বাহির মল্লিক গ্রামের চন্দ্র কান্তি বিশ্বাসের ছেলে।
মন্তব্য চালু নেই