সালমানের বোনের বিয়েতে নাচলেন ক্যাটরিনা (ভিডিও)

সালমানের বোনের বিয়েতে দাওয়াত পেয়েছেন বলিউড তারকাদের প্রায় সবাই। শত্রুতা ভুলে বিয়ের দাওয়াতে হাজির হয়েছেন বলিউড কিং শাহরুখ খান। অনুষ্ঠানের আমন্ত্রিতদের তালিকা থেকে বাদ পড়েননি সালমানের সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ। দাওয়াত গ্রহণ করে বিয়েতে হাজির হয়েছিলেন ক্যাট। শুধু তাই নয় বিয়েতে নেচেছেনও এ বলিউড সুন্দরি।

আমন্ত্রণ পেয়ে বিয়ের দিন দায়দারাবাদে হাজির হয়েছিলেন ‘ধুম থ্রি’ খ্যাত ক্যাট। অর্পিতার বিয়ে উপলক্ষে অনেক দিনে পর সালমানের পাশাপাশি দেখা গেল ক্যাটকে। সালমানের পরিবারের সঙ্গেও ভালো সময় কাটিয়েছেন ক্যাট। সবসময় ছিলেন বিয়ের কনে অর্পিতার সঙ্গে। ভারতীয় সংবাদপত্রেরমাধ্যমে জানা গেছে, বিয়েতে নেচেছেনও ক্যাটরিনা। তার সঙ্গে নেচেছেন সংগীত শিল্পী মিকা সিং।

বিয়েতে আমির,শাহরুখের পাশাপাশি আরো উপস্থিত ছিলেন পরিচালক ডেভিড ধাওয়ান, কবীর খান ও তার স্ত্রী, প্রিয়াঙ্কা চোপড়া ও তার মা মধু চোপড়াসহ অনেক বলিউড তারকা।

দেখুন : অর্পিতার বিয়েতে ক্যাটরিনা কাইফ



মন্তব্য চালু নেই