‘বিকল্প শক্তি’ গড়তে রবের বাসায় বৈঠক
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট ও বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বাইরে বিকল্প ঐক্য গড়ে তুলতে কয়েকটি দলের একটি প্রক্রিয়া চলমান রয়েছে। ঠিক কবে নাগাদ ঐক্যের বিষয়টি স্পষ্ট হবে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলতে পারছেন না জোটের উদ্যোক্তারা।
জোট গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে রোববার জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের উত্তরার বাসায় বেশ কয়েকটি দলের নেতারা আলোচনা করেন। এ বৈঠকে উপস্থিত ছিলেন জেএসডি ও বাসদ, নাগরিক ঐক্য।
আলোচনায় অংশ নেয়া একাধিক নেতা জানিয়েছেন, দুই জোটের বাইরে থাকা সকল প্রগতিশীল, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক রাজনৈতিকদলসহ সমাজের বিভিন্ন অংশের প্রতিনিধিদের নিয়ে একটা বিকল্প শক্তি গড়ে তোলার চেষ্টা চলছে।
তবে উদ্যোক্তারা বলছেন, ‘আমাদের মধ্যে ঘরোয়া আলোচনা হয়েছে। এখনও ঘোষণা দেয়ার মতো কিছু হয়নি। হলে সবাইকে জানানো হবে।’
জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন বলেন, ‘প্রথমত আমরা মনে করি আওয়ামী লীগ এবং বিএনপির নেতৃত্বধীন জোটের মাধ্যমে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী জাতীয় ঐক্য গড়ে তোলা সম্ভব নয়। এজন্য আমরা এ দুই জোটোর বাইরের সব প্রগতিশীল রাজনৈতিক দল ও সমাজ শক্তিকে নিয়ে সন্ত্রাস-জঙ্গিবাদবিরোধী জাতীয় ঐক্য গড়ে তুলতে চায়। এ লক্ষ্যে আমরা বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন সমাজ শক্তির সঙ্গে আলোচনা শুরু করেছি। জেএসডি সভাপতির বাসভবনে জেএসডি ও বাসদ, নাগরিক ঐক্যের মধ্যে বৈঠক হয়েছে আজকে।’
তিনি বলেন, ‘এ বৈঠকে আওয়ামী লীগ ও বিএনপি জোটের বাইরের রাজনৈতিক দলগুলোকে সম্বনিত করার উদ্যোগ নেয়া হয়েছে। আমরা এ তিন দল চলমান বিভিন্ন ইস্যুতে কর্মসূচি গ্রহণ করারও সিদ্ধান্ত নিয়েছি। অন্যান্য রাজনৈতিক দলের কর্মসূচির সঙ্গে সমন্বয় করা হবে।’
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান ভূইয়া বলেন, ‘আমাদের সিপিবি মাসব্যাপী কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এ কর্মসূচিতে সবাইকে কিভাবে শামিল করা যায় এ নিয়ে ঘরোয়া মিটিং হয়েছে। ঐক্যের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তাই এ বিষয়ে কিছু জানাতে পারছি না। জানানোর মত কিছু হলে সবাইকে জানানো হবে।’
ঠিক একইরকম কথা বলেন নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার। তিনি বলেন, ‘আজকে খুব ছোট পরিসরে একটা বৈঠক হয়েছে আমাদের নিজেদের মধ্যে। এমন কোনো আলোচনা হয়নি যা সবাইকে জানানোর মত। কোন সিদ্ধান্ত হলে সবাইকে জানানো হবে।’
মন্তব্য চালু নেই