সরাসরি মাথায় গুলি খেয়েও সেলফি তুললেন মহিলা! দেখুন ভিডিও
গল্পের গরু গাছে ওঠে। কথাতেই আছে। আর ভারতীয় টেলি সিরিয়ালের গল্পের গরু কোথায় ওঠে? মাপতে গেলে ভুল করবেন। ভারতীয় টেলি সিরিয়ালগুলির বিরুদ্ধে অবাস্তবতার ধ্বজা ওড়ানোর অভিযোগ খুব একটা নতুন নয়।
এক জাতীয় বিনোদন টেলি চ্যানেল মেগা সিরিয়াল বলে যে কনসেপ্টের জন্ম দিয়েছিল তা আজ ভারত জুড়ে টেলিভিশন চ্যানেলগুলির আদর্শ মডেল।
কিন্তু, তা বলে এতটা! এক মহিলার কপাল ফুঁড়ে ঢুকে গেল গুলি, কিন্তু তারপরও তিনি বেঁচে থাকলেন অনেকটা সময়। স্বামীর কোলে ঢলে পড়লেন মহিলা, এরপর স্বামীর সঙ্গে হেঁটে গাড়িতে উঠলেন। আবার স্বামীকে বললেন পড়ে যাওয়া ফুলের মালা তুলে আনতে। স্বামী সে মালা তুলেও আনলেন, মৃত্যু পথযাত্রী স্ত্রীর চুলে তা বেঁধেও দিলেন। এখানেও শেষ নয়, কপালে গুলি লাগলে কী হবে, কই মাছের প্রাণ বলে কথা! গুলির ক্ষত নিয়েও স্ত্রী বের করলেন মোবাইল, স্বামীর সঙ্গে তুলে ফেললেন সেলফি। তারপরও তিনি স্বামীকে জ্ঞান দিলেন তাঁর অনুপস্থিতিতে কী কী করতে হবে? তা নিয়ে…।
ইন্টারনেটে সম্প্রতি আপলোড হয়েছে এক দক্ষিণী টিভি সিরিয়ালে এই ভিডিও। আর তারপরই তা ভাইরাল হয়ে গিয়েছে।
মন্তব্য চালু নেই