প্রবাসে যাওয়ার আগে, এক প্রবাসী যেভাবে ভিসার গোমর ফাঁস করে দিলেন! দেখুন ভিডিওতে

প্রিয়জনের মুখে হাসি ফোটাতে আজকাল অনেক তরুনের স্বপ্ন বিদেশ যাত্রা। যেনো বিদেশে গেলেই লাখ লাখ টাকা মুঠো ভেরা যাবে। কিন্তু মনে রাখতে হবে দেশে কিংবা বিদেশে সবাই আগে নিজের কাজটি উসুল করে নেবেন, তবেই তার থেকে আপনার বেতন দেবেন। এ তো গেলো সঠিক ভিসায় বিদেশ গিয়ে সঠিক কাজটি পাবার পরের কথা।

কিন্তু আজকাল দালালের খপ্পরে পড়ে অনেকে প্রবাসে যাচ্ছেন। যাওয়য়ার আগে বলা হয় এই কাজ, কিন্তু যাবার পরে দেখা গেরো আরেক কাজ। অথবা যাবার আগে দেখা গেলো এক রকমের ভিসা গিয়ে দেখলেন আরেক রকম। এরকম ঘটনা এখন অহরহ। প্রতারণার এ জাল যেনো বেড়েই চলেছে। আর তাই তো এগিয়ে এলেন এক প্রবাসী যুবক। তিনি ভিডিওতে দেখুন কিভাবে ভিসার আসল ঘোমর ফাঁস করছেন।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন



মন্তব্য চালু নেই