অলিম্পিকে ক্রিকেট নেই! আছেন শুধু একমাত্র ক্রিকেটার টেন্ডুলকার
অলিম্পিক্সে ভারতীয় ক্রীড়াবিদদের উৎসাহ দিতে রিও পৌঁছলেন শচীন টেন্ডুলকার। ভরাতীয় দলের শুভেচ্ছা দূত হিসেবে নির্বাচিত হয়েছিলেন শচীন।
শুধু তাই নয়, হাতেগোণা যে কয়েকজন ক্রীড়াবিদকে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট থমাস বাখ আমন্ত্রণ জানিয়েছিলেন, সেই তালিকাতেও রয়েছেন মাস্টার ব্লাস্টার।
রিও-তে যাওয়ার বিষয়ে দারুণ উৎসাহী ছিলেন শচীন।নিজের টুইটবার্তায় তিনি লিখেছেন, ‘রিও-তে গিয়ে ভারতীয় দলকে সমর্থনের জন্য দারুণ উত্তেজনা অনুভব করছি। চলো রিও-তে তিরঙ্গা ওড়াই। কাম অন টিম ইন্ডিয়া!’
অলিম্পিক্সে যাওয়ার জন্য প্রস্তুতিও নিয়েছেন শচীন। গত সপ্তাহেই মুম্বাইতে জিকা ভাইরাসের প্রতিষেধক টিকা নিয়েছিলেন তিনি। শচীনের মতো নায়ককে সামনে পেয়ে ভারতীয় ক্রীড়াবিদরা আরও পারফরম্যান্সের জন্য অনুপ্রাণিত হবেন, সেই আশা করাই যায়।
মন্তব্য চালু নেই