দোকানের টয়লেট ব্যবহার করতে না দেয়ায় যে কাণ্ড ঘটালেন এ মহিলা!
প্রয়োজনের কারণে দোকানের টয়লেট ব্যবহারের অনুমতি চেয়েছিলেন এক মহিলা। কিন্তু দোকানের কর্মী সেই অনুরোধ কোনো আমলে নেননি। মুখের উপর জানিয়ে দেন, দোকানের টয়লেট ব্যবহার করা যাবে না। আর তারপরই ওই মহিলা যে কাণ্ড ঘটালেন! এককথায় একে পাগলামি ছাড়া বোধহয় আর কিছুই বলা যায় না। যদিও ওই মহিলার সাফ জবাব, তার জরুরি দরকারেও অনুরোধ না রাখায় তিনি প্রতিবাদ জানিয়েছেন মাত্র।
কী করলেন ওই মহিলা? দোকান কর্মী অনুরোধ ফিরিয়ে দেয়া মাত্রই রেগে যান ওই মহিলা। এরপর সটান দোকানের শো-কেসের উপর উঠে দাঁড়িয়ে পড়েন তিনি। তাকে আটকানোর চেষ্টা করেন কর্মীটি। কিন্তু ব্যর্থ হন। এরপর হাতের কাছে একটা কাপ পেয়ে, তার মধ্যেই মূত্রত্যাগ করেন ওই মহিলা। এতখন পর্যন্ত গোটা ঘটনাটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে বাধ্য হন ওই কর্মী। কিন্তু তারপর যেটা হলো! নিজে চোখে এ ঘটনা না দেখলে বিশ্বাস করার নয়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ তাইওয়ানের কাওসিয়াং শহরের একটি জনপ্রিয় জাপানি দোকানে।
মন্তব্য চালু নেই