ভোলায় সরকারি মহিলা কলেজ নবীন বরন অনুষ্ঠিত
ফজলে আলম, ভোলা প্রতিনিধি: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ভোলা সরকারি ফজিলাতুন্নেছা মহিলা কলেজ এর একাদশ শ্রেনীর (২০১৬-১৭)শিক্ষা বর্ষের ছাত্রীদের নবীন বরন উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বুধাবার বেলা ২টায় কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ ড. মোহাম্মদ মুসলিম ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা জেলা আ’লীগের যুগ্ন-সম্পাদক জহিরুল ইসলাম নকীব।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ভোলা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মো: ইউনুস,জেলা আ’লীগের যুগ্ন- সম্পাদক এনামুল হক আরজু, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মাইনুল হোসেন বিপ্লব, সাবেক অধ্যক্ষ দুলাল চন্দ্র ঘোষ, শিক্ষক পরিষদের সম্পাদক হুমায়ুন কবীর প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, নবীন বরণ উৎসব উদযাপর কমিটির আহ্বায়ক ইব্রাহীম শামীম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অগামী দিনের সুনাগরিক হতে হলে সার্টিফিকেট অর্জন নয় শিক্ষার উদ্দেশ্য পরাশোনা করা উচিত। সমাজকে সুন্দর করতে হলে সুশিক্ষার প্রয়োজন রয়েছে। ভালবাসার সাথে কাজ করলে তাতে সাফল্য অর্জন হবেই। আমাদের সংস্কৃতিকে ধারণ করে দেশ ও জাতির উন্নয়নে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর তোমরাই আগামী দিনের নেতৃত্ব দিবে এটাই কামনা করি।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নবীন বরনে কলেজের অন্তত্য ৭ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
মন্তব্য চালু নেই