জঙ্গিদের ‘সাফাই গাওয়া’ বিএনপির সাথে ঐক্য নয়
জামায়াতকে সাথে নিয়ে বিএনপির সাথে কোনো ঐক্য হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
রোববার (৩১ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ে ইউরোপীয় ইউনিয়নের ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠক শেষে তিনি এ কথা জানান।
তিনি বলেন, ‘দলে দলে জাতীয় ঐক্য হয় না। জাতীয় ঐক্য হয় জনগণের সাথে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সে ঐক্য হয়ে গেছে। জঙ্গিদের পক্ষে সাফাই গাওয়া বিএনপির সাথে কোনো ঐক্য হবে না। জামায়াতকে সাথে নিয়ে জাতীয় ঐক্য হতে পারে না।’
গুলশানের জঙ্গি হামলার ঘটনা জাতিকে ঐক্যবদ্ধ করে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ হার না মানা জাতি। মুক্তিযুদ্ধেও বাংলাদেশের উপর বহু অত্যাচার হয়েছে। তারপরেও বাংলাদেশ সে বাধা অতিক্রম করে এগিয়ে গেছে। চলমান জঙ্গি হামলার ঘটনাও বেশিদিন থাকবে না। দ্রুত বাংলাদেশ এ সমস্যা কাটিয়ে উঠবে। এর ফলে দেশের বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না।’
তোফায়েল আহমেদ বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের ব্যবসায়ীদের নিরাপত্তায় সর্ব্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। তারা ঢাকার বাইরে গেলে বাড়তি নিরাপত্তা দেবে সরকার।’
মন্তব্য চালু নেই