বাবা ও মাকে নাম ধরে ডাকছেন ধোনির মেয়ে জিভা
প্রায় এক বছর হয়েছে মাহেন্দ্র সিং ধোনির মেয়ে জিভার বয়স। ধোনির মেয়ে জিভা তার মাকে ‘সাক্ষী’নামে ও বাবাকে ‘মাহি’নামে ডাকছেন। সামনে ভারতীয় ক্রিকেট দলের সামনে লম্বা টেস্ট সফর।
আর এর আগে পরিবারকে সময় দিতে পারছেন মাহেন্দ্র সিং ধোনি। ধোনি মেয়ের সাথে বেশ ভালো সময় পাড় করছেন তার মেয়ে জিভা। মেয়ের খুশির জন্য পাগলাটে হতেও পছন্দ করছেন ধোনি।
মেয়ের সাথে এর আগে বেশ কয়েকবার খবরে এসেছেন তিনি। এবার আরেকভাবে খবরে তিনি। ধোনি সোসাল মিডিয়ায় একটি ভিডিও পোষ্ট করেছেন। এখানে দেখা যায় ধোনির মেয়ে জিভা তার মাকে সাক্ষী নামে ডাকছে। অন্যদিকে বাবা ধোনিতে মাহি নামে ডাকছে।
মূলকথা হলো্ ধোনির মেয়ে একটু আধটু কথা বলছে। সে বাবাকে বাবা না বলে তার নাম করেই ডাকছে। অন্যতিকে তার মাকে মা না ডেকে উল্টো তার নাম ধরেই ডাকছে। বেশ মজার সৃষ্টি করছেন এই ছোট্ট মেয়েটি।
মন্তব্য চালু নেই