সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি: বিপদসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত
সিরাজুল ইসলাম শিশির, সিরাজগঞ্জ প্রতিনিধি:– যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। গত ২৪ ঘন্টায় ২০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে যমুনা নদীর পানি সোমবার সকালে সিরাজগঞ্জ শহর রক্ষা বাধ পয়েন্টে বিপদসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
জেলা প্রশাসন ও স্থানীয়সূত্র জানায়, যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার নিঞ্চল হিসেবে পরিচিত জেলা সদর, কাজিপুর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুরের প্রায় ৩০ টি ইউনিয়নের শতাধিক গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
বন্যা কবলিত এলাকাবাসিকে খাদ্য সংকট থেকে বাচাতে সোমবার থেকে ত্রান বিতরন শুরু করবে প্রশাসন। ইতিমধ্যে বন্যাত্তদের মাঝে বিতরনের জন্য ৬৫ মেট্রিক টন চাল ও নগদ ৩ লক্ষ টাকা বন্যা কবলিত উপজেলাগুলোর উপজেলা প্রশাসনকে প্রদান করেছে জেলা প্রশাসন। এই ত্রান সামগ্রি আজ থেকেই বন্যাকবলিত মানুষের মাঝে বিতরন শুরু করা হবে।
মন্তব্য চালু নেই