পিএমখালীর শীর্ষ সন্ত্রাসী লাল বাইদ্দার আদালতে আত্বসমর্পণ
জামাল জাহেদ, ককসববাজারঃ ককসবাজার সদর উপজেলা পিএমখালীর শীর্ষ সন্ত্রাসী লাল বাহাদুর প্রকাশ ডাকাত লাল বাইদ্দা আত্বসমর্পণ করলে কারাগারে প্রেরণ করেছে আদালত। ২৪ জুলাই বোরবার দুপুরে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিট্রেট আদালতে আত্মসমর্পণ করলে বিচারক মোশারফ হোসেন তার জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে এ সন্ত্রাসী আদালতে আত্মসমর্পণ করে। লাল বাহাদুর পিএমখালী ইউনিয়নের তোতুকখালী ছয় ভাইয়ের পাড়া এলাকার মৃত হাজী মোঃ ঈসমাইলের ছেলে। তথ্যসুত্রে জানা যায়, এই সন্ত্রাসীর বিরুদ্ধে খুন-ডাকাতি, অপহরণ-ছিনতাই, নাশকতা ও অস্ত্রমামলাসহ বিভিন্ন মামলা রয়েছে।
যার মামলা নং হচ্ছে কক্সবাজার সদর মডেল থানা জি.আর-৫৬১/১৩, ৫১/১৬, এসটি-৭১০/১১, সি.আর-৩৯৫/৩৯৭, ৩০২/৩৪ দ:বি, ৩৯৯/৪০২। এছাড়াও তার বিরুদ্ধে আরো অনেক মামলা রয়েছে।
এসব মামলা থেকে গ্রেফতার ও পুলিশের ক্রসফায়ার এড়াতে আদালতের আত্মসর্মপন করে বলে জানা যায়।সাম্প্রতিক সময়ে ককসবাজারের সন্ত্রাসীদের মাঝে ব্যাপক আকারে ক্রসফায়ার আতংক জেগে ওঠেছে যার দরুন অনেকে গোপনে আত্বসমর্পন করার হিড়িক নিচ্ছে।
মন্তব্য চালু নেই