নতুন কলব্যাক ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ

অ্যান্ড্রয়েড বেটা আপডেটে একটি নতুন কল ব্যাক ও ভয়েসমেইল ফিচার এনেছে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। ২.১৬.১৮৯- নামের এই আপডেটের ফলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা কোনো গ্রাহক ফোন না ধরলে কলদাতা তাকে ভয়েস মেইল পাঠানোর সুযোগ পাবেন।

মাসে ১০০ কোটি সক্রিয় ব্যবহারকারীকে সবচেয়ে উন্নত ‘কল’ অভিজ্ঞতা দিতে প্রতিষ্ঠানটি এই আপডেট এনেছে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

এর আগে কেউ কোনো ভয়েস মেসেজ পাঠাতে চাইলে তাকে আবার চ্যাট উইন্ডোতে যেতে হতো। এখন ব্যবহারকারীরা কল পরবর্তী মেনু থেকেই ভয়েসমেইল ও নতুন কলের সুযোগ পাবেন। অবাক করার বিষয় হলো, চ্যাট উইন্ডোতে নির্দিষ্ট মেসেজের রিপ্লাই দিতেও সক্ষম হবেন ব্যবহারকারীরা।

এ জন্য ব্যবহারকারীদের শুধু একটি মেসেজ চেপে ধরতে হবে এবং রিপ্লাই বাটন চাপতে হবে। হোয়াটসঅ্যাপের বেটা গ্রাহকরা এই আপডেট ব্যবহার করতে পারছেন। অচিরেই সবার জন্য এটি চালু করা হবে।



মন্তব্য চালু নেই