দিনাজপুরের হিলিতে ৫টি তাজা হাত বোমা সহ ২ জন আটক

শাহ্ আলম শাহী, স্টাফ রিপোর্টার, দিনাজপুর থেকেঃ দিনাজপুরের হিলিতে অভিযান চালিয়ে ৫টি তাজা হাত বোমা ও এক কেজি গান পাউডার উদ্ধার করেছে র‌্যার। এ সময় কালু ও সোহাগ নামে দু’জনকে আটক করা হয়েছে।

র‌্যাব-১৩ এর দিনাজপুর ইউনিট আজ শনিবার সকাল ১১টায় দিনাজপুরের হিলি সীমান্তের চুরিপট্রি এলাকায় অভিযান চালায়। এসময় তারা ৫টি তাজা হাত বোমা ও এক কেজি গান পাউডার উদ্ধার করে।

আটক কওে কালু ও সোহাগ নামে দু’জনকে আটক করে। আটককৃত কালু মধ্য বাসুদেবপুর এলাকার মৃত ভোলার ছেলে এবং সোহাগ দক্ষিণ বাসুদেবপুর এলাকার আবুল খায়েরের ছেলে বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক র‌্যাবের এক উবর্ধন কর্মকর্তা মুঠোফোনে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এখনও অভিযান চলছে। এ মূহুর্তে কিছু বলা সম্ভব না।



মন্তব্য চালু নেই