চিরিরবন্দর উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক আটক

মোহাম্মদ মানিক হোসেন, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক ও একাধিক নাশকতা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মকবুল হোসেন মুন্সী (৫৫) কে আটক করেছে চিরিরবন্দর থানা পুলিশ।

শুক্রবার বিকাল ৬টায় সাদা পোশাকে একদল পুলিশ তার নিজ বাড়ী রানীরবন্দর কেয়া পরিবহন কাউন্টারের সামনে থেকে আটক করে। পুলিশ জানায়, ২০১৪ সালের ৫ জানুয়ারী দশম জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি জামায়াতের ডাকা হরতাল অবরোধের সময় রানীরবন্দরে নির্বাচন পূর্ব ও পরবর্তী সহিংসতা তার নের্তৃত্বে ঘটেছিল।

এ ব্যপারে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ আনিছুর রহমান জানান, আটক মকবুল হোসেন মুন্সীর বিরুদ্ধে চিরিরবন্দর থানায় ১৫টিরও বেশী নাশকতার মামলা রয়েছে।



মন্তব্য চালু নেই