চবি শাটল ট্রেনের বগিভিত্তিক রাজনীতি নিষিদ্ধ

সাফাত জামিল শুভ, চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের শাটল ট্রেনের বগিভিত্তিক সব ধরণের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। শুক্রবার ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন সাক্ষরিত এক জরুরী বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা দেয়া হয়। এর মাধ্যমে দীর্ঘকাল পর সরাসরি কেন্দ্রীয় হস্তক্ষেপে অবসান ঘটল বগিভিত্তিক রাজনীতির।

একসময় শিবিরের মিনি ক্যান্টনমেন্ট হিসেবে পরিচিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের অবস্থান প্রতিষ্ঠা করতে গৃহীত পদক্ষেপগুলোর মধ্যে অন্যতম ছিল শাটলের বগিভিত্তিক রাজনীতি। বগির সদস্যরা বিভিন্ন নামে সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে জুনিয়র সংগ্রহের মাধ্যমে ক্যাম্পাসে ছাত্রলীগের অবস্থান শক্ত করেছিল। শাটল ট্রেনে ছাত্রলীগ নেতাদের নিয়ন্ত্রিত বগিভিত্তিক গ্রুপগুলো ছিল সিক্সটি নাইন, ভার্সিটি এক্সপ্রেস (ভিএক্স), সিএফসি (বিজয়), কনকর্ড, একাকার, উল্কা, ফাইট ক্লাব, খাইট্টা খা, সাম্পান, অলওয়েজ, ককপিট, এপিটাফসহ আরও অনেক।

13820316_1063372000377642_743285668_n

শুরুতে উদ্দেশ্যটি কার্যকরী এবং উদার হলেও পরবর্তীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে বারবার রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা নানা বিতর্কের জন্ম দেয়। সাধারণ ছাত্রদের হয়রানী ও মারধরের অভিযোগও পাওয়া যায় বিভিন্ন সময়।

উল্লেখ্য গত বছর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বর্তমান সভাপতি মোহাম্মদ আলমগীর টিপু ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজন দায়িত্ব নেয়ার পরই সংবাদ সম্মেলনে বগিভিত্তিক রাজনীতির বিপক্ষে নিজেদের অবস্থান স্পষ্ট করেন।

13820848_1063372367044272_2142158274_n 13820706_1063371987044310_1342253327_n



মন্তব্য চালু নেই