সাফের সেমিতে বাংলাদেশ
মালদ্বীপকে হারিয়ে স্বপ্নের পথে আরো একধাপ এগিয়ে গেল বাংলাদেশের মেয়েরা। গ্রুপ পর্বের বাধা পেরিয়ে দ্বিতীয় বারের মতো সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপের শেষ চারে জায়গা করে নিল তারা।
সোমবার ইসলামাবাদের জিন্নাহ স্টেডিয়ামে মালদ্বীপের বিপক্ষে ফুটবলরণে মাঠে নেমে বড় জয় নিয়েই সেমিফাইনালে পৌঁছেছে সুইনু-সাবিনারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মালদ্বীপকে ৩-১ ব্যবধানের হারিয়েছে তারা।
ম্যাচের শুরু থেকেই খেলায় প্রভাব বিস্তার করে খেলে বাংলাদেশ। ফলাফলও পেতেও দেরি হয়নি তাদের। ১৮তম মিনিটে মাইনু মারমার গোলে এগিয়ে যায় তারা (১-০)। প্রথমার্ধ শেষ হওয়ার দশ মিনিট আগে বাংলাদেশের ফরোয়ার্ড সাবিনার গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় দল।
দ্বিতীয়ার্ধে খেলায় ফিরতে বারবার আক্রমণ চালায় মালদ্বীপের লাল জার্সিধারী খেলোয়াড়রা। তবে বাংলাদেশের রক্ষণ দেয়াল তাদের আটকে রাখে ৮৩ মিনিট পর্যন্ত। পরের মিনিটেই আয়সাথ সামার গোলে ব্যবধান ২-১ করে খেলায় ফিরে আসার আভাষ দেয় মালদ্বীপ। তবে শেষ বাঁশি বাজার চার মিনিট আগে সাবিনা খাতুনের ব্যাক্তিগত দ্বিতীয় গোলে জয় নিশ্চিত হয় সুকিতাতে নিরোর শিষ্যদের (৩-১)।
জয়ের পর সুকিতাতে নিরো বলেন, ‘যোগ্য দল হিসেবেই ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। পুরো ম্যাতে তারা দারুণ খেলেছে।’ এ জয়ের ফলে ৬ পয়েন্ট নিয়ে এ গ্রুপের রানার্সআপ হয়েই সেমিফাইনালে পাড়ি দিল লাল-সবুজ জার্সিধারীরা। বুধবার সেমিতে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে পাড়ি দেয়া নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
মন্তব্য চালু নেই