ফরিদপুরে স্বর্ণের দোকানে ফিল্মি স্টাইলে ডাকাতি (দেখুন ভিডিওতে)

ফরিদপুর: জেলা শহরের স্বর্ণকার পট্টির নিউ মেঘনা জুয়েলার্সে ফিল্মি স্টাইলে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এই ঘটনায় কোতয়ালী থানায় অজ্ঞাতনামা সাত থেকে আটজনকে আসামি করে একটি মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত পুলিশ কাউকে আটক কিংবা গ্রেপ্তার করতে পারেনি। বুধবার রাত সোয়া ৮টার দিকে শহরের নিলটুলি মুজিব সড়কের নিউ মেঘনা জুয়েলার্সে অস্ত্রের মুখে দোকানে থাকা সবাইকে জিম্মি করে একদল ডাকাত। এসময় তারা দোকানের শো-কেসের কাঁচ ভেঙে একটি বস্তায় করে স্বর্ণালঙ্কার লুটে করে নিয়ে যায়। পালানোর সময় ডাকাতরা ১০টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জুয়েলার্সের মালিক বাসুদেব কর্মকার জানান, ডাকাতরা দোকানে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। একপর্যায়ে তারা শো-কেসের কাঁচ ভেঙে মূল্যবান প্রায় ২০০ ভরি স্বর্ণালঙ্কার লুটে নিয়ে যায়। পালানোর সময় তারা বেশকিছু ককটেলের বিস্ফোরণ ঘটায়। এবিষয়ে ফরিদপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানিয়েছেন, এই ঘটনায় জুয়েলার্সের মালিক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। যার তদন্ত অনেক দূর এগিয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করে মাঠে নেমেছে পুলিশের একাধিক টিম। তিনি আরো জানান, দোকান ও সড়কের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। খুব শিগগিরই অপরাধীদের শনাক্ত ও আইনের আওতায় আনা হবে।



মন্তব্য চালু নেই