মৌলভীবাজারে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ
মাহমুদ এইচ খান, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: জঙ্গিবাদ প্রতিরোধ ও রামপাল বিদ্যুৎ কেন্দ্র চুক্তি বাতিলের দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদ।
বুধবার (২০ জুলাই) বিকেলে মৌলভীবাজার শহরের চৌমোহনা চত্বরে ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি কামরুল হাসান মিজুর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক অরিজিৎ দেবরায় সাজুর সঞ্চালনায় এই সমাবেশে অনুষ্ঠিত হয় ।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক রনি পাল, অর্থ-সম্পাদক শুবিনয় রায়, সাংস্কৃতিক সম্পাদক মনশ্রী জুঁই, সদস্য কনক দেবনাথ ও হেলাল আহমদ। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মৌলভীবাজার জেলা কমিটির সদস্য রমাপদ ভট্টাচার্য যাদু, যুব ইউনিয়ন জেলা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর জয়েস, উদীচী শিল্পীগোষ্ঠী জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য মীর ইউছুফ আলী এবং লাউয়াছড়া বন ও জীববৈচিত্র্য রক্ষা আন্দোলনের যুগ্ম আহবায়ক জাবেদ ভুঁইয়া।
বক্তারা জঙ্গি হামলা প্রতিরোধে নিহত পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
মন্তব্য চালু নেই