খোলামেলা দৃশ্যেই হিট কারিনা (ভিডিও)

অনস্ক্রিনে প্রথম থেকেই করিনা কাপুর সাহসী হিসেবেই পরিচিত। খোলামেলা পোশাক এবং ঘনিষ্ঠ দৃশ্যে কারিনা বরাবরই অত্যন্ত স্মার্ট এবং স্বচ্ছন্দ্য।
প্রথম দিকের সিনেমাগুলোতে কয়েকটা গানের দৃশ্য ছাড়া সেরকমভাবে আবেদনময়ী দৃশ্য ছবিতে থাকত না বলেই করিনারও সেভাবে কাজ করা হয়নি। কিন্তু পরবর্তীকালে তিনি পরিচালকদের চাহিদামত অনেকটাই আবেদনময়ী রূপে নিজেকে হাজির করতে থাকেন। ‘অশোকা’র করিনা সম্পূর্ণ অন্য লুকে ‘চামেলি’, ‘যুবা’, ‘থ্রি ইডিয়টস’, ‘ওমকারা’, ‘বিল্লু’তে নিজের সাহসিকতার পরিচয় দিয়েছেন।
এরপরে শাহরুখের সঙ্গে ‘রা-ওয়ান’ করলেন। কিন্তু সবকিছুকে ছাপিয়ে গেল করিনার ‘হিরোইন’। মধুর ভান্ডারকরের এই ছবিতে কারিনা একজন নায়িকা। সিনেমার গল্পে দেখা যায়, নায়িকাসুলভ খ্যাতি ধরে রাখতে কিংবা রাতারাতি জনপ্রিয় হতে তিনি নিজের প্রেমিকের সঙ্গে সঙ্গমের দৃশ্যের ভিডিও ক্লিপ বানিয়ে বাজারে ছেড়ে দেয়।
এই সিনেমার জন্য কারিনা প্রচুর ওজন কমিয়ে ছিলেন। একজন নায়িকার মত চর্চিত চেহারা গড়ে তোলাও যেমন তাঁর লক্ষ্য ছিল, তাছাড়াও অর্জুন রামপালের সঙ্গে একাধিক শয্যাদৃশ্য থাকায় তিনি তাঁর চেহারা নিয়ে আরো সচেতন ছিলেন।
ভিডিও: হিরোইন সিনেমায় করিনার হট দৃশ্য
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=CCArvyvm8a4

































মন্তব্য চালু নেই