দল চাঙ্গা করতেই বিএনপির তিস্তা অভিমুখী লংমার্চ: নাসিম
বিএনপির তিস্তা অভিমুখী লংমার্চ আসলে দল চাঙ্গা করার কর্মসূচি বলে মন্তব্য করেছেন ১৪ দলের মুখপাত্র, আওয়ামী লীগ সভাপতিমণ্ডলির সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
লংমার্চের সমালোচনা করে মোহাম্মদ নাসিম বলেছেন, এটি লংমার্চ নয়, এটি গাড়ি মার্চ। নির্বাচন ঠেকাতে না পেরে দল চাঙ্গা করতে বিএনপি এ কর্মসূচি দিয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে ধানমণ্ডিস্থ আওয়ামী লীগের কার্যালয়ে ১৪ দলের এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
বিএনপিকে উদ্দেশ্য করে নাসিম বলেন, পুরনো ইস্যুকে (তিস্তার পানি) সুড়সুড়ি দিয়ে সামনে নিয়ে আসবেন না। তিস্তার পানি পাওয়া আমাদের অধিকার। এ জন্য দ্বিপাক্ষিক আলোচনা অব্যাহত রয়েছে।
বৈঠকে অন্যান্যে মাঝে উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া, মাহবুবুল আলম হানিফ, ডা. দিপু মনি, জাহাঙ্গীর কবির নানক প্রমূখ।
মন্তব্য চালু নেই