মোবাইল কিনে না দেয়ায় ছাত্রীর আত্মহত্যা
সরকার দুলাল মাহবুব, রাজশাহী থেকে : মোবাইল ফোন কিনে না দেয়ায় আত্মহত্যা করেছে সূর্যী খাতুন (১৮) নামে এক কলেজ শিক্ষার্থী।
শনিবার রাতের যে কোনো এক সময় এ ঘটনা ঘটে। নিহত সুর্যী খাতুন রাজশাহী মহানগরীর সাধুর মোড় এলাকার মজিবুরের রহমানের মেয়ে। সে নগরীর খাদেমুল বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলো।
সুর্জীর বাবা মজিবুর রহমান জানায়, তার সাধুর মোড় এলাকায় একটি চায়ের দোকান আছে। সেই দোকানে ব্যবসার টাকায় সংসার চলে। মেয়ে সুর্যী অনেক দিন থেকে একটা মোবাইল কিনবো বলে বায়না করছিলো।
কিন্তু অভাবের সংসার তাই তাকে কিনে দেয়া সম্ভব হয় নি। শনিবার রাতে মোবাইল কিনে দেয়া নিয়ে তার মায়ের সঙ্গে কথা কাটাকাটি পরে আমরা সবাই রাতে ঘুমিয়ে পড়ি। সকালে তার ঘরে এসে দেখি ওড়নার সঙ্গে ঝুলছে সে।
বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হাকিম জানায়, সুর্যী খাতুন বাবা মায়ের ওপর অভিমান করে গলায় ফাঁদিয়ে আত্মহত্যা করেছে।
মন্তব্য চালু নেই