মিতু হত্যায় রিমান্ডে ৩ সন্দেহভাজন

পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম ওরফে মিতু হত্যা মামলায় এহতেশামুল হক ভোলা, সাঈদুল ইসলাম ওরফে সাকু এবং শাহজাহানের বিরুদ্ধে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার চট্টগ্রাম মহানগর হাকিম হারুন অর রশিদ এ রিমান্ড আদেশ দেন।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, তদন্তকারী কর্মকর্তার ১০ দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

জানা গেছে এহতেশামুল হক ভোলা মিতু হত্যায় অস্ত্র সরবরাহ করেছিল, কিলিং মিশনে অংশ নিয়েছিল শাহজাহান। আর এ হত্যাকাণ্ডে জড়িত মুছার ভাই সাকুও এতে সম্পৃক্ত ছিল বলে পুলিশের ধারণা।

গত ২৪ জুন শাহজাহান ও সাকুকে এবং ২৮ জুন ভোলাকে গ্রেফতারের কথা জানায় পুলিশ।

গত ৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে বাসার অদূরে মিতুকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় এসপি বাবুল আক্তার নিজেই বাদী হয়ে পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করেন।



মন্তব্য চালু নেই