মোবাইলে ছবির কথা বলে শিশুকে ধর্ষণ, ধর্ষক আটক
মানিকগঞ্জের ডাউটিয়া গ্রামে শিশু (সাড়ে ৪) ধর্ষণের অভিযোগে আরিফ হোসেন (৩৫) নামের এক বাসচালককে আটক করেছে পুলিশ।
রোববার সকাল সাড়ে ৭ দিকে এ ঘটনা ঘটে। আটককৃত আরিফ ঘিওর উপজেলার বাউনা গ্রামের শাজাহানের ছেলে।
পুলিশ জানায়, সদর উপজেলার ডাউটিয়া গ্রামে মোজাফ্ফরের বাড়িতে বেড়াতে আসা আরিফ পাশের বাড়ির ওই শিশুকে মোবাইলে ছবি দেখানোর কথা বলে একটি ঘরে নিয়ে যায়। এসময় ওই শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকারে তার মা এগিয়ে এলে আরিফ দৌড়ে পালিয়ে যায়।
পরে এলাকাবাসী ওই ধর্ষককে আটক করে পুলিশে দেয়। নির্যাতিত ওই শিশুটিকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মানিকগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মন্তব্য চালু নেই