যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে জবাই করে হত্যা
চুয়াডাঙ্গায় যৌতুকের ৫০ হাজার টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে তহমিনা খাতুন (২০) নামে এক গৃহবধূকে জবাই করে হত্যা করেছে পাষন্ড স্বামী। নির্মম এই হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গা সদর উপজেলার মোহাম্মদজুমা গ্রামে। বৃহস্পতিবার রাত ১২টার দিকে এঘটনা ঘটে। হত্যার পর পালানোর সময় পুলিশ ঘাতক স্বামী আকাশ ওরফে মিন্টুকে গ্রেফতার করেছে।
স্থানীয়রা জানায়, গত ৬ মাস আগে আলমডাঙ্গার তিয়রবিলা গ্রামের রমজান আলীর ছেলে আকাশ ওরফে মিন্টুর সাথে মোহাম্মদজুমা গ্রামের সবেদ আলীর মেয়ে তহমিনার বিয়ে হয়।
নিহত তহমিনার পরিবারের সদস্যরা জানায়, বিয়ের ৬ মাস পর হঠাত করেই যৌতুক বাবদ ৫০ হাজার টাকা ও তিন বিঘা জমি লিখে দিতে তহমিনাকে নির্যাতন করতে থাকে মিন্টু। টাকা ও জমি দিতে অস্বীকৃতি জানালে মিন্টু তহমিনাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়।
তহমিনার পিতা সবেদ আলী জানায়, বৃহস্পতিবার বিকালে হঠাত মিন্টু আমাদের বাড়িতে বেড়াতে আসে। রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমাতে যায়। রাত ১২টার দিকে তহমিনার চিৎকারে তার ঘরে এগিয়ে যেতেই দেখা যায় মিন্টু তাকে জবাই করে পালিয়ে যাচ্ছে। তাকে ধাওয়া দিয়েও ধরা সম্ভব হয়নি।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ তোজাম্মেল হক জানান, হত্যার পর পালানোর চেষ্টাকালে আলমডাঙ্গা উপজেলার তিয়রবিলা ক্যাম্পের পুলিশ ঘাতক আকাশ ওরফে মিন্টুকে গ্রেফতার করেছে।
মন্তব্য চালু নেই