নারীদের একান্ত প্রিয় এই জিনিসগুলি আসলে পুরুষদের!

নারী-পুরুষ সমান সমান৷ তর্ক উঠলে, অনেকেই দিতে বসে যাবেন এর প্রমাণ৷ নারী-পুরুষের এই বৈষম্যের কারণ ব্যাখ্যা করা অতি বড় বোদ্ধার কাছেও দুঃসাধ্য৷ সাধ্যের মধ্যে যা আছে তা হল কিছু সত্য উদঘাটন৷ এমন তিন সত্য যা জানলে আপনার চক্ষু জোড়া চড়ক গাছে উঠতে বাধ্য৷

১. ‘হাই হিল’ মেয়েদের ফ্যাশন স্টেটমেন্টে বরাবরই এগিয়ে৷ কিন্তু, হাই হিলের চল শুরু হয়েছিল পুরুষদের হাত ধরেই৷ পার্শিয়ান যোদ্ধারা ঘোড়ায় চড়ার সময় পা-দানিতে পা আটকে রাখার জন্য জুতোয় একটু বাড়তি হিলের ব্যবস্থা হামেশা রাখতেন৷

২. গোলাপি রঙেই নারীর সৌন্দর্য্য মিলে মিশে একাকার হয়ে যায়৷ অথচ মেয়েদের একান্ত আপন এই রংটিই ১৮ শতকের আগে পুরুষত্বের প্রতীক হিসেবে ধরা হত৷ লাল রঙের পরিবর্ত হিসেবে ব্যবহার করা হত৷

৩. প্রাচীন কালে কানের দুল শোভা বাড়াত পুরুষদেরই৷ পারস্যের রাজপ্রাসাদের যোদ্ধা থেকে মহাভারতের রথী-মহারথী সবাই কানে কুণ্ডল পড়তে ভালবাসতেন৷ এই পছন্দ এখনও পুরুষদের মাঝে রয়ে গেছে৷



মন্তব্য চালু নেই