আত্রাইয়ে ছেলের লাথিতে প্রাণ হারালো মা !
কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) থেকে : নওগাঁর আত্রাইয়ে ছেলের লাথিতে প্রাণ হারালো মা । নির্মম এ ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার উপজেলার রাইপুর ডাঙ্গাপাড়া গ্রামে। এ ঘটনায় পুলিশ পাষন্ড ওই সন্তানকে গ্রেফতার করেছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত জহির উদ্দীনের স্ত্রী দেলজান বেগম (৯০) দীর্ঘদিন থেকে তার ছোট ছেলে তবিবরের সংসারে থাকতেন। গত মঙ্গলবার মা- ছেলের মাঝে কথা কাটাকাটির এক পর্যায় ছেলে তবিবর (২৮) মায়ের পাঁজরে লাথি মারে। এতে তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটে পরলে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যায়। চিকিৎসার এক পর্যায় তিনি মৃত্যুর মুখে ঢোলে পড়েন।
এ ব্যাপারে নিহতের বড় ছেলে দেলবর হোসেন বাদি হয়ে আত্রাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এবং এ ঘটনার সঠিক তদন্ত ও অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। সংবাদ পেয়ে আত্রাই থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করেছেন। গ্রেফতারকৃত তবিবরকে গতকাল বুধবার নওগাঁ জেল হাজতে প্রেরণ করেছে।
মন্তব্য চালু নেই