স্বৈরাচারে স্বৈরাচারে সম্পর্ক গভীর
বর্তমান সরকারের সঙ্গে জাতীয় পার্টির সখ্যতার বিষয়টি ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ বলেছেন, ‘এক স্বৈরাচার আরেক স্বৈরাচারকে সহযোগিতা করছে। তাদের সম্পর্ক অত্যন্ত গভীর।’
বিএনপি ‘রাজাকারের দল’ প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের এমন বক্তব্যের প্রেক্ষিতে শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে ঢাকা মহানগর বিএনপির ভাসানী ভবন মিলনায়তনে ক্যান্টনমেন্ট থানা মহিলাদলের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘ছেলে যদি বাবা-মায়ের উপদেষ্টা হয় তাহলে সে কী উপদেশ দেবে। উপদেশ দেয়ার জন্য সম্মানী হিসেবে তাকে নাকি ২ কোটি টাকা দেয়া হয়। এতো টাকাতো রাষ্ট্রপতিকেও দেয়া হয় না।’
ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতিষ্ঠিত করা ও ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে সম্প্রতি এইচটি ইমামের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘তাদের মুখ ফসকে সত্য কথাগুলো বেরিয়ে আসছে।’
বিএনপির সরকার বিরোধী আন্দোলনে মাঠে থাকার প্রত্যয় জানিয়ে বিএনপির এ নেতা বলেন, ‘অনেকে অনেক কথা বলেছেন। কিন্তু সময় মতো সেই বীরেরা মাঠে থাকেননি। ২৯ ডিসেম্বর ‘মার্চ ফর ডেমোক্রেসিতে’ বিএনপি চেয়ারপারসনের পেছনে কেউ ছিলেন না। এবার তার ডাকে পাশে থাকতে হবে। নেত্রী বলেছেন, কেউ না থাকলেও তিনি রাস্তায় নামবেন। নেত্রী যে সময়ে ডাক দেবেন তাতে সাড়া দিয়ে আমিও রাস্তায় নেমে আসবো। প্রয়োজনে তার বাসার সামনে গিয়ে বসে থাকবো।’
বর্তমান সময়কে কারাগারের ভেতরের খারাপ অবস্থার সঙ্গে তুলনা করে দলের এ নেতা বলেন, ‘কারাগারে এমনিতে নোংরা পরিবেশ। এখন সারাদেশে ওই পরিবেশের চেয়েও খারাপ অবস্থা বিরাজ করছে। কারো জীবনের কোনো নিরাপত্তা নেই। ইতিহাস বলে, একনায়কতন্ত্রের মাধ্যমে কেউ ক্ষমতা সুরক্ষিত রাখতে পারেনি।’
কাফরুল থানা মহিলা দলের সভানেত্রী আমেনা বেগমের সভাপতিত্বে কর্মী সম্মেলনে আরো বক্তব্য দেন সংগঠনটির সভানেত্রী নুরে আরা সাফা, সাধারণ সম্পাদিকা শিরিন সুলতানা, মহিলা দল ঢাকা মহানগর শাখার সভাপতি সুলতানা আহমেদ, সাধারণ সম্পাদিকা ফরিদা ইয়াসমিন প্রমুখ।
মন্তব্য চালু নেই