জোট নেতাদের সঙ্গে জরুরি বৈঠক ডেকেছেন খালেদা

২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে জরুরি বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার রাত ৮টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

খালেদা জিয়ার মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার মঙ্গলবার রাতে এ তথ্য জানিয়েছেন।

বৈঠকে গুলশান ও শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার বিষয়ে শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করে এমন পরিস্থিতিতে পরবর্তী করণীয় ঠিক করা হতে পারে বলে জানা গেছে।



মন্তব্য চালু নেই