হোয়াটসঅ্যাপের বিপদ থেকে রক্ষার উপায়

মনের মতো করে উত্তমরূপে বার্তা পাঠানোর পাশাপাশি অ্যাটাচমেন্ট যুক্ত করার সুবিধা নিয়ে সম্প্রতি অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোনের জন্য নতুন ফাংশনসহ হোয়াটসঅ্যাপ হালনাগাদ হয়েছে। এতে করে ব্যবহারকারী ছবি ও ভিডিওর পাশাপাশি পিডিএফ, জিপ, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট ও এক্সেল ফাইলের মতো ফাইল পাঠাতে পারেন।

তবে বিশেষজ্ঞরা বলছেন, হোয়াটসঅ্যাপের এই সুবিধা আবার নতুন বিপদের আশঙ্কাও তৈরি করছে। নতুন এই ফিচার ব্যবহার করে ডকুমেন্ট আদান-প্রদানের সময় ভাইরাস চলে আসতে পারে, যা মোবাইল ফোনের গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিয়ে ব্যবহারকারীকে বিপদে ফেলতে পারে। এই ফাংশনের অটোমেটিক ডাউনলোড অপশনটি বন্ধ না করলে বিপদের সম্ভাবনা বেশি।

বিশেষজ্ঞদের পরামর্শ হচ্ছে, ফাইল শেয়ারের ক্ষেত্রে নিরাপদ থাকতে হোয়াটসঅ্যাপের সেটিংস ফাংশনে গিয়ে অটোমেটিক ডাউনলোড অপশনটি নিষ্ক্রিয় করে দিন।



মন্তব্য চালু নেই