নজর কাড়বেন সানি লিওন
বলিউডের সমালোচিত অভিনেত্রী সানি লিওন ‘রাইস’-এ আইটেম নাম্বারে কাজ করেছেন শাহরুখ খানের সঙ্গে। তার পারফরম্যান্সে মুগ্ধ টিম ‘রইস’। ঠিক তার পর পরই ‘ফুড্ডু’-তে আরও একটি স্পেশাল অ্যাপিয়ারেন্সের সুযোগ পেলেন সানি।
এই মুহূর্তে বি-টাউনের সেনসেশনেন তিনি। পরিচালক সুনীল সুব্রমণির ছবি ‘ফুড্ডু’-তে অভিনয় করছেন রণবীর কাপুর এবং কাটরিনা কইফ।
জানা গেছে, এটি একটি প্রেমের গল্প। কিন্তু সানির অন্যরকম উপস্থিতি বেশ নজরকাড়া হবে। যে গানের সঙ্গে সানি নাচবেন, সেটার শুরুতে কাটরিনা-রণবীরের গলায় কবিতাও শোনা যাবে। আপাতত অনুরাগ বসুর ‘জগ্গা জাসুস’-এর শুটিংয়ে ব্যস্ত রণবীর-কাটরিনা কিছুদিনের মধ্যেই এই ছবির শুটিং শুরু করবেন।
ঘনিষ্ঠ মহলে সানি জানিয়েছেন, ‘ফুড্ডু’ তার কাছে বলি মহলের পরবতী ট্রাম্পকার্ড। এটি নিয়ে তিনি বেশ প্রফুল্ল আছেন।
মন্তব্য চালু নেই