রাস্তায় ঘুরছে দাঁড়কাক : গায়ে জামা, কোমড়ে বেল্ট
বিরাট এক দাঁড়কাক ঘুরছে শহরের রাস্তায়। এর উপর আবার তার গায়ে জামা, কোমড়ে আছে বেল্টও। মানুষের মতো এমন দাঁড়কাক দেখে তো হতবাক সবাই।
এই দাঁড়কাকের লক্ষ্য আবার মার্কিন যুক্তরাষ্ট্রে জনপ্রিয় ‘লোমশ উত্সব’ অ্যানথ্রকনে যোগ দেয়া। সে উৎসবে প্রতিবছর রং বেরং লোম আর পালকে সেজে ৫ হাজারে বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেন।
ওই উৎসব থেকে যে অর্থ আসে তা ভালো কাজে দান করা হয়। এখন প্রশ্ন কে এই দাঁড়কাক?
ইলাস্ট্রেটর ও ভিডিও গেম ডিজাইনার রাহ বপ তৈরি করেন এমন অভিনব কস্টিউম। বপ জানিয়েছেন, জনপ্রিয় গেম ডি এ্যান্ড ডির (ডানজিওনস এ্যান্ড ড্রাগন) রু চরিত্রটিই তাকে অনুপ্রাণিত করেছে। অ্যানথ্রকন উত্সবে যোগ দেওয়ার জন্য এর থেকে ভাল আইডিয়া কী হতে পারে?
মন্তব্য চালু নেই