আনুশকার প্রথম প্রেমিক এখন কোহলির কাজের লোকেরও যোগ্য নয়!
বিরাট কোহলির আগে অন্য একজনের সাথে প্রেমে পড়েন বলিউড নায়িকা আনুশকা। ক্রিকেটার কোহলির একমাত্র প্রেমিকা আনুশকা হাত ধরেছিলেন অন্য এক পুরুষের।
মডেলিং দিয়ে পর্দায় আসেন আনুশকা। পর্দায় পা রাখার শুরুতেই প্রেমে পড়েন তিনি। প্রেম হয় জোহেব ইউসুফের সাথে। দু’জনে একসঙ্গে মুম্বাই এসেছিলেন ফিল্মে নিজেদের ভাগ্য পরীক্ষা করতে।
একটা সময় কপাল খুলে যায় আনুশকার। ‘রাব নে বানা দি জোড়ি’ছবিতে শাহরুখ খানের বিপরীতে সুযোগ আসে তার। তার পরে আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি আনুশকাকে।
কিন্তু জোহেব পাননি কোনো চ্যারাক। ফিরে যেতে বাধ্য হন নিজ শহরে। শাহরুখের হাত ধরায় ভাগ্যর ছোঁয়া পেয়ে যান আনুশকা। বড় নায়ক ও পরিচালকরা দৃষ্টি দেন আনুশকার দিকে। কে আর ঠেকায়?
পেছনের গল্প অতীতই থেকে যায়। পড়ে যোগ্য প্রেমিক হিসেবে হাত ধরেন বিরাট কোহলির। বিভিন্ন ভারতীয় মিডিয়ার খবর আনুশকার প্রথম প্রেমিক এখন তার প্রেমিক কোহলির কাজের লোকেরও যোগ্য নয়! জোহেবের কাছে আনুশকা এখন কেবল আক্ষেপের নাম।
মন্তব্য চালু নেই